বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬

"আসো মামা হে"- প্রীতম হাসান,কুদ্দুস বয়াতি গানের সম্পূর্ণ লিরিক



 "আসো মামা হে"
ভোকালঃ প্রীতম হাসান,কুদ্দুস বয়াতি

সূর ও সঙ্গীত : প্রীতম হাসান
লিরিক : সোমেশ্বর অলি



শুনেন শুনেন ভাই বোনেরা শুনেন দিয়া মন
(3x)

প্রেমেতে রাত কানা দিন কানা ডিজিজে
ফেসবুকে পোক মারে চোখ মারে মেসেজে

গাড়ি নিয়া ভাবে থাকে জেলে মাথা কুল রাখে
রোমিও আছে যতো রে
খোলা চুলে উড়ে চলে কাঁদে ঠিকি ভুল হলে ,
এঞ্জেল আছে যতো রে
আর ওই রবোটিক দৌড়াদৌড়ি চলে দিন সারারাত,
খোঁজে শুধু টাকা কে 
আর ওই ইমশন এর ফুল ঝুরি কমে যায় দিন দিন,
লাগে একা একা রে 

আসো মামা হে চিনে যাও ঢাকা কে,
তুমি বুঝে নাও ভাল থাকা কে ।
(4x)

ও মামু তুমি কৈ লইয়া আইলা আমারে,
মানুষ তো না সবি যন্ত্রপাতি আহারে 
বড়লোকে চুরি করে গরিব না খাইয়া মরে ,
কেউত কাওরে দেখে না
ভেজালে ভরা খাবার খাইতাসে প্রিতিদিন ,
জাইনাও যেন জানে না 
আর ওই সিন্ডিকেটের ফাঁদ ফালাইয়া আঙ্গুল ফুইলা কলা গাছ,
হইসে কত জনে রে 
মানুষ মানুষ আর নাইরে মামু সব এখন,
স্বার্থপর টেকার ধান্দায় মরে রে


এইদিন সেইদিন আর দিন নাইরে ,
টিকিট টা কাইটা দাও দেশের বারি যাইরে।
(4x)

আরে শোনেন শোনেন ভাইবোনেরা শোনেন দিয়া মন,
এইবার বাউলের সাথে হিপ হপ বিটের হইল যে মিলন 

আরে তালি মারো তালি মারো বিটের তালে তালে ,
বাউল এখন ডিজিটাল ২০১৬ সালে। 
আর ওই রবোটিক দৌড়াদৌড়ি চলে দিন সারারাত,
খোঁজে শুধু টাকা কে 
আর ওই ইমশন এর ফুল ঝুরি কমে যায় দিন দিন,
লাগে একা একা রে 

আসো মামা হে চিনে যাও ঢাকা কে,
টিকিট টা কাইটা দাও দেশের বারি যাইরে।
(5x)
আসো মামা হে চিনে যাও ঢাকা কে,
তুমি বুঝে নাও ভাল থাকা কে ।


সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

লোকাল বাস - মমতাজ , প্রিতম হাসান ও শাফাইয়াত হসেইন গানের সম্পূর্ণ লিরিক



লোকাল বাস
ভোকাল : মমতাজ , প্রিতম হাসান ও শাফাইয়াত হসেইন
সুর ও সঙ্গীত : প্রিতম হাসান 
লিরিক : গোলাম রব্বানী ও লুতফর হাসান 


নিজের ভাল বুঝিস রে তুই
পথে পথে ঘুরিস রে তুই
আমানতের খেয়ামত কইরা করস রে সর্বনাশ

আমি কান্দি তোর দুঃখে
তুই ঘুরস মনের সুখে
কার দিকে নজর দিয়া আমারে হাই কোর্ট দেখাস

দেই কাঠের চশমা চোখে
দেখি শইষ্য এখন শোকে
শুধু ডানে বামে ঘুইরা ঘুইরা হইছে ফাঁপর বাজ

বন্ধু তুই লোকাল বাস
বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস
ঘাড় ধইরা নামাস
(3x)

র‍্যাপ বাই শাফাইয়াত

ক তুই কই যাবি, গাড়ী তোর আমার চাবী
মিটাইয়া মনের দাবী পরে কইচ হাবি যাবি
জেম্নে চাচ অম্নে পাবি কবি আমি কারিগর
খাবার দাবার শেষ বাড়ি ঘর খালি কর
জোর কত জানি তোর সবাই তো স্বার্থপর
মনে তে রং লাগাইয়া হইয়া ঘুরস যাযাবর


স্বার্থের পটি বাইন্ধা কানামাছি ভোঁ ভোঁ
পাগলেও বোঝে এখন টাকা পয়সার লোভ ও
পাঙ্খা ভাবে থাকি আগুনের গোলা বইলা
আইসা তুই খাবি খাবি মনে মনে মনা কোলা
চোরের মার বড় গলা লইয়া লবি যারে তারে
শারাফাতি ড্রাইভার এ, নরম পাইয়া বেরেক মারে
মুনাফা ছাড়া পরে না মাটিতে পারা
রক্ত চুইশা খাইয়া উপড়ে উঠছে যারা ওগো
দুনিয়ার ভোগে আছে দুনিয়ার শাস্তি
উস্তাদ বুইঝা হুইনা ডানে বামে প্লাস্টিক



ও তুই মনের কথা বুঝলি না
আমারেও গুনলি না
জনে জনে একই প্রেম তুই কতবার বিলাশ

ওহ তুই দেখলি শুধু ফাইদা রে
আমারেও গুনলি না
দেখলি না সেই আদরে
ষোল আনা বুইঝা রে তুই অন্য দিকে চাস


দিল জ্বালা বাড়ায় বুকের দেখি না চেহারা সুখের
সে তো অলি গলি ধরা খাইয়া হইছে পাঙ্গা বাজ


বন্ধু তুই লোকাল বাস বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস ঘাড় ধইরা নামাস
(x4)


তুই লোকাল বাস বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস ঘাড় ধইরা নামাস



শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

Uncover-Zara Larsson



Uncover
Songwriters-ROBERT HABOLIN, MARKUS SEPEHRMANESH, GAVIN RAGNAR BRYNMOR JONES
Produced By-Robert Habolin

Nobody sees, nobody knows
We are a secret, can't be exposed
That's how it is, that's how it goes
Far from the others, close to each other


In the daylight, in the daylight
When the sun is shining
On the late night, on the late night
When the moon is blinding
In the plain sight, pain sight
Like stars in hiding
You and I burn on, on


Put two and to-gether, forever will never change
Two and to-gether will never change
Nobody sees, nobody knows
We are a secret, can't be exposed
That's how it is, that's how it goes
Far from the others, close to each other
That's when we uncover, cover, cover
That's when we uncover, cover, cover


My asylum, my asylum is in your arms
When the world gives heavy burdens
I can bear a thousand times
On your shoulder, on your shoulder
I can reach an endless sky
Feels like paradise


Put two and together, forever will never change
Two and together will never change


Nobody sees, nobody knows
We are a secret, can't be exposed
That's how it is, that's how it goes
Far from the others, close to each other
That's when we uncover, cover, cover
That's when we uncover, cover, cover


We could build a universe right here
All the world could disappear
Wouldn't notice, wouldn't care
We can build a universe right here
The world could disappear
I just need you near


Nobody sees, nobody knows
We are a secret, can't be exposed
That's how it is (It is), that's how it goes (It goes)
Far from the others, close to each other
That's when we uncover, cover, cover
That's when we uncover, cover, cover (Ooh yeah)
That's when we uncover

আমি বৃষ্টি দেখেছি - অঞ্জন দত্ত


আমি বৃষ্টি দেখেছি
কথা সুর-অঞ্জন দত্ত
সঙ্গীত- নীল দত্ত

আমি বৃষ্টি দেখেছি
বৃষ্টির ছবি একেছি
আমি রোদে পুড়ে
ঘুরে ঘুরে অনেক কেঁদেছি


আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার
খেলা থামেনি
শুধু তুমি চলে যাবে
আমি স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি


চারটে দেয়াল মানেই নয়তো ঘর
নিজের ঘরেও অনেক মানুষ পর
কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর


আমি অনেক ভেঙ্গেচুরেও
আবার শুরু করেছি
আবার পাওয়ার আশায়
ঘুরে মরেছি
আমি অনেক হেরে গিয়েও
হারটা স্বীকার করিনি
শুধু তোমায় হারাবো
আমি স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি


হারিয়ে গেছে তরতাজা সময়
হারিয়ে যেতে করেনি আমার ভয়
কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর


আমি অনেক স্রোতে
বয়ে গিয়ে
অনেক ঠকেছি
আমি আগুন থেকে
ঠেকে শিখে
অনেক পুড়েছি
আমি অনেক কষ্টে
অনেক কিছুই
দিতে শিখেছি
শুধু তোমায় বিদায় দিতে হবে
স্বপ্নেও ভাবিনি

অভিযান - রুপম ইসলাম


(অভিযান)  
(কথা সুর- রুপম ইসলাম)


প্রিয়তমা শুতে যাও
চোখ থেকে জল মুছে নাও
আজ তোমার কোন কান্না রুখতে পারবে না আমায়
ভোর হয়ে আসছে যে ফিরে যেতে হবে জাহাজে
ডাক দিয়েছে আমায় অভিযান
ডাক দিয়ে গেছে সময় সময়

দেখ ভোরের আলোয় প্রিয় জাহাজ আমার অপেক্ষায় দাড়িয়ে
ফিরে আসব হ্যাঁ আসব বছর না পুরোতেই

তাই পাড়ি দিয়েছি
নতুন দেশ খুঁজে পেয়েছি
বাঁধা দিয়েছে ঝড়ের অন্তরিন
তবু হারিণী আমি আমি
মনে পড়েছে তোমার কথা
ভয়ে কাপিনি অযথা
তাই আমার সফলতা
নতুন পথ চিনি আমি আমি

মাঝ সমুদ্রে যখন উঠেছে ঝড় তখন
আমি পেয়েছি ঈশ্বরের খোজ দেখেছি স্বপ্নে তোমায় রোজ
আমি দেখেছি নতুন জনপদ
তোমার জন্য এনেছি সম্পদ
দারুচিনি লবঙ্গ মনিমুক্তই বিরহের মাশুল আমার

দূর থেকে মনে হয়েছে
জাহাজ ডুবে যায় দিগন্তে
কিন্তু এখন আমি জেনেছি
যে পৃথিবীটা গোল আকার
গ্যালিলিও বলেছিলেন
মানুষ একদিন ডানা পাবে
হরিদাশও পেয়ে যাবে তার ডানা
আর আনন্দে উড়ে যাবে
আকাশ থেকে হরিদাশ
যখন পৃথিবীর দিকে তাকাবে
নীল সবুজের এই পৃথিবী নির্ঘাত তাকে চমকাবে
সে বলবে
আমি দেখেছি
দেখেছে চোখ
আমার এ চোখ

এই প্রত্যয়
তোমাদেরও হোক
আগামীর হোক
সে বলবে
আমি দেখেছি
দেখেছে চোখ
আমার এ চোখ
এই প্রত্যয়
আমাদেরও হোক
তোমাদেরও হোক
আগামীর হোক


গীটার কর্ড
https://chordify.net/chords/-abhijan-by-rupam-islam-sourav-bhattacharjee